কবিতাঃ- রই তোমার পানে চেয়ে
✍️ মনোজ ভৌমিক


সময় এখন সন্ধ্যাকাল
পাখিরা ফিরছে নীড়ে,
তোমার কথা ভাবছি আজ
শতেক স্মৃতির ভিড়ে।


পরাজিত আমি  তোমার কাছে
প্রেমের কাছে তো নয়,
নীরব হৃদে রেখেছি তোমায়,
এই মোর পরিচয়।


তোমার কন্ঠে পায়নি প্রকাশ,
আমার অভিমান।
তবুও আমি নীরবে গেয়েছি
তোমার যত গান।


তোমার প্রেমে পাগল আমি
নেই তো কোনো ভয়,
হারিয়ে যাওনি মনের থেকে
নেই কোনো সংশয়।


তোমার বাণী অন্তরে মোর
আজও রয়েছে ছেয়ে,
অভিযোগ হীন অনুরাগে
রই তোমার পানে চেয়ে।