কবিতা:-রকমারি ভিক্ষাবৃত্তি
✍️ মনোজ ভৌমিক


নামতা পড়ছি সবে রোজ রোজ গুনে গুনে,
পড়েছি কী সমাজের নামতাটা এইখানে!
রাস্তার মোড়েতে দেখি ভিখারিরা প্রতিদিন,
আশা নিয়ে বলে,বাবু একটা পয়সা দিন।


পাইনি দুবেলা খেতে একমুঠো ডাল ভাত,
গাছের তলায় থাকি চোখে দেখি শুধু রাত।
মুখটা বাঁকিয়ে নিই, কিংবা অবজ্ঞা করি,
অলক্ষ্যে হাসেন দেখি ঈশ্বর শ্রীহরি।


আজকের দুনিয়ায় ভিখারি নয় বা কে!
সময়ের ডাইরিতে কত ছবি দেখছি যে!!
রাজার রাজাও ভিখারি যে ঘনঘোর,
গোপনে করছে ভিক্ষা মাছি তুলে দুধ ওর।

নেতাদের ভিক্ষাবৃত্তি বোঝা যায় ভোট এলে,
ভিখারি আমজনতা পেষা হয় যাঁতাকলে।
ভরেনা  ভিক্ষার ঝুলি খুনচোষা মালিকের,
শ্রমের ভিক্ষা চলছে আজকাল শ্রমিকের।


অনাথ শিশুরা সদা ভালোবাসা ভিক্ষা চায়,
যাদের অনেক আছে তবু করে হায়! হায়!
প্রেমের ভিখারি দেখি সোস্যাল মিডিয়া জুড়ে,
সেজেগুজে রেখে ছবি ভালোবাসা ভিক্ষা করে।


সময়ের ক্যানভাসে আজ সবাই ভিখারি,
ভাবনা সবার এক ভিক্ষাবৃত্তি রকমারি।