# সেক্সপিয়ারীয় সনেট#
কবিতাঃ-রোমন্থন
✍️ মনোজ ভৌমিক


ফাগুন রঙিন হয়ে ভাসে প্রিয় মুখ,
বিগত বসন্ত ছিল বড় অসহায়।
এ বসন্ত ডাকে তোরে গোধুলি বেলায়,
ভুলে যাই সময়ের বিষাণু অসুখ।


চারিদিকে দেখি শত ফুলের বাহার,
দখিনা পবনে জাগে বড় শিহরণ।
মনের গহীনে বাজে বে-সুর এখন,
ভ্রমর খুজিছে তার মনের আহার।


রঙের নেশায় আজ মত্ত এ প্রকৃতি,
কত না মধুর ছিল সে মিলন বেলা!
হৃদয় সমুদ্রে করে জলকেলি খেলা,
ও দিগন্ত ছুঁয়ে যায় পুরাতন স্মৃতি।


দুটি মন এক ছিল, ছিল বড় প্রীতি,
ভুলি নাই, ভুলি নাই,সে মিলন তিথি।