কবিতা:- রংবাহারি গোলাপ
✍️ মনোজ ভৌমিক


রোদটাকে মেখে নাও শীত যাক হারিয়ে,
চোখ দুটো খুলে দাও দেখো ভালো করে তাকিয়ে।
চারিদিকে ফুল ফুল ভরে গেছে গোলাপে,
তুমি আমি নিধুরাম মরি শুধু প্রলাপে।


বাগানেতে দেখো চেয়ে গোলাপের কত রং!
সময়ের ভাবনাতে ফুটে ওঠে শত ঢং!!
প্রথম দেখায় যদি হও তার প্রতি মুগ্ধ,
ল্যাভেন্ডার গোলাপ দানে হয়  প্রেম ঋদ্ধ!
প্রেম এলে লালটাকে দিও তারে উপহার,
জিজ্ঞেস করিওনা ছিলে তুমি আর কার?


প্রণয়ের সাথে দিলে সাদাটাকে একবার,
বৈবাহিক জীবনেতে সুখ নাকি অনিবার!
আজকের সময়েতে সুখ চাই বড় বেশি,
গোলাপে প্রলাপ জুড়ে ভাবনায় গয়াকাশি!


হলুদ গোলাপ দিও ঐ বন্ধুকে শতবার,
যে তোমার সহৃদয় ভালোবেসো বার বার।
আবেগ বাড়লে মনে দিও রং গোলাপী,
ভদ্রতা ও কৃতজ্ঞতা ওর মাঝে থাকে ছুপি।


কমলা রঙেতে নাকি তীব্র কামনা ও বাসনা!
মোহের আবেশ থাকে যা সময়ে বাগ মানেনা।
নীলেতে শুধুই বিষ কন্ঠও ছুঁতে চায়না,
হৃদয় আকাশে ভরে শুধু হতাশা ও কান্না!


সবুজে সমৃদ্ধি আর ঐক্য নাকি বেমিসাল!
বিশ্বাসে দৃঢ়তা আনে ধুয়ে মুছে জঞ্জাল।
বিদায় বিষাদ ক্ষণে দিয়ে দিও কালোখানি,
পৃথিবীর সব দেশে রেওয়াজ এটাই জানি।


গোলাপের রং নিয়ে কত শত খেলা হয়!
গোলাপ কি বোঝে তার আছে এত পরিচয়!!
অবোধ গোলাপ আজ কেড়ে নেয় সব মন,
বাকিগুলো শুধু ফোটে শোভে তারা এই বন।


প্রকৃতির খেলাঘরে গোলাপ কি একা ফুল!
বাকি যারা ফুটে ওঠে বিধাতার কোন ভুল?
সময়ের চাহিদায় সুন্দরের খোঁজ সবে,
বাকিরা হয়তো হেথা বনসৃজনই হবে!


তবুও গোলাপ কাঁদে প্রতিদিন প্রতিপল,
সময়ের আগে কেন বৃন্ত হতে খসে বল?
গোলাপে তো কাঁটা নেই,কাঁটা শুধু গাছটায়,
নিহত হতেই থাকে জেগে ওঠা রাতটায়!


তবু দিন জেগে ওঠে সময়ের চাহিদায়,
ওরাও বুঝতে পারে কার কি অভিপ্রায়।