কবিতাঃ- সাব্বাস মানুষ  
✍️ মনোজ ভৌমিক


মানুষ আমরা সর্বভূক
খেয়েই বাঁচি সব অসুখ!
মহামারীও খেলাম গিলে
মেটেনি তবুও মনের ভুখ!!


মাক্স ছাড়াই মুখটি নিয়ে
ঘুরছি তো ভাই বেমালুম,
ভিড় মাড়িয়ে বলছি হেসে,
শুনবে আজকে কি খেলুম?


হুমড়ি খেয়ে পড়ছি সবাই
পোশাক-আশাক যেইখানে,
দূরত্ব বলো কিসের ভাই!
একে অপরে ভালোই চেনে।


ভাবনা এমন দেখাই আজ
হয়নি কিছুই সেই ফাগে!
যার কপালে দুঃখ ছিল
সেই তো ভাই গেলেন আগে।


সাব্বাস মানুষ! সাব্বাস ভাই!!
তোমরাই দেখি পারো খুব,
ডাকলে কোকিল ফাগুন দিনে
প্রেম দরিয়ায় দিচ্ছ ডুব!


  একটুখানি সবুর হলে
কেমন হতো প্রেম দিবানা!
যুদ্ধ এখনো অনেক বাকি
সমুখ পানে চেয়ে দেখনা।