কবিতা:-সাহিত্যিক
✍️ মনোজ ভৌমিক


ভাবের অমৃত কথা শব্দে করে চাষ,
ভাবনায় কোলাহল নেই সে বিশ্বাস!
তবুও লিখছে ওরা জীবনের কথা,
সমাজ জীবন আর প্রকৃতির ব্যথা।
সময়ের কথাকলি লেখে নবসুরে,
উপলব্ধি-অনুভূতি শোনায় সবারে।
কেউবা প্রশংসায় কেউ দেয় গালি,
কারা যেন বলে হেসে,কথার কাকলি!


ভেবে দেখো একবার আদি হতে অদ্য,
সাহিত্য বিনা জীবন অতিশয় গদ্য।
সাহিত্যিক সেই জন যিনি সত্যাদর্শ,
কলম নির্ভীক যার ভাবনা দুর্ধর্ষ।
মহান তিনিই সদা,কলমই অস্ত্র,
বঙ্কিম শরৎ রবি যায় না তো অস্ত।