কবিতা :- সম্প্রীতির বাঁধন
             মনোজ ভৌমিক


সম্প্রীতির এই বাঁধনটা আজ নাও গো সবাই বেঁধে,
ও রাখী তুই রাখীই থাকিস,উঠিসনা যেন কেঁদে।
ভাবের মধ্যে ভাবনাটাকে সদাই আমি খুঁজি,
সঠিক ভাবনা আছে কোথায়! সেটা কি সবাই বুঝি!!
ভাইবোনের সেই প্রীতির বাঁধন আজ কোথায় আছে বল!
ভাবের ঘরে আগুন হেথা,দেখি ভাবনায় বড় ছল।
সময়ের সেই ভাবনাটাকে আজকে খোঁজা উচিৎ,
রেশমি সূতোর ভাবনা কি সম্মান পাচ্ছে সমুচিত!!
কথার মধ্যে ব্যথাগুলোকে খুঁজতে থাকে কেউ,
আন্তরিকতা শূন্য হেথা,শুধু আতিশয্য-এর ঢেউ।
কবির সেই ভাবনাটা আজ জাগুক সবার প্রাণে,
মৈত্রী ভাবনা আজ গুঞ্জরিত হোক কবিতা আর গানে।