কবিতা:- সংকট সময়
            মনোজ ভৌমিক


এখন ব্যঙের ডাক শোনার জন্য সে জলাশয় খুঁজে পাই না!
কচুরিপানাদের জন্মানোর জন্য উপযুক্ত পুকুর দেখি না।
গাছেদের পাতাগুলো কার্বনডাইঅক্সাইডের ভারে ভারাক্রান্ত।
ওদের শিরা-উপশিরায় গাঁঠ বাঁধা অক্সিজেন বহিঃপ্রকাশে অসমর্থ।
চতুর ঐ শেয়ালগুলো 'হুক্কা হুয়া' ডাকার জন্য বস্তী খোঁজে।
এখন উদবিড়ালগুলো শিকারের জন্য রাতের থেকে দিন ভালো বোঝে।
শুয়োরছানারা আজকাল শিককাবাব।
ভাগাড়ে শকুনেরাও দিয়েছে জবাব।
আকাশে ওড়া বাজেরা নর্দমার ইঁদুর খুঁজে পায় না।
রাস্তার কুকুরগুলো বংশবৃদ্ধিতে আজ ভয় থাকে না।
কারণ,মাংসের চাহিদা বাড়ছে দিনে দিনে।
কামুক বিড়ালীগুলি বাচ্চা প্রসব করছে ডাস্টবিনে।
বাঘ- সিংহের জঙ্গলে ভীষণ দীর্ঘশ্বাস।
এখন ওদের মানুষের হৃদয়েই অধিবাস।
বেচারা ছাগলগুলোর আজ ভীষণ দুর্গতি,
জলে কুমির আর ডাঙায় বাঘের বসতি।
সাত সকালে আজকাল আর মোরগের ডাক শোনা যায় না।
এখন শুধু মুঠোফোনে পায়রাদের ঘুটুর ঘুটুর শব্দ শোনা।
পিয়াসী চাতকদের আর্তনাদ আর বৃষ্টির জন্য নেই।
এখন বর্ষামঙ্গল গাইবো, যদি ফেরারি মেঘকে ফিরে পাই!