কবিতাঃ- সংশয়াতীত কবিতা
✍️ মনোজ ভৌমিক


কবিতা এখন ক্রমবর্ধমান বাজার দর ও মূল্যবৃদ্ধিতে মাথা ঘামায় না!
গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী ভোটও যেন গা সওয়া হয়ে গেছে!!
জাত পাতের উন্নাসিকতা যখন মিশ্র ভাবনায় পর্যবসিত হতে চলছিলো...
তখন ধর্মকে দেখে রাস্তার মোড়ে উদ্যম চিৎকার করতে!
কখনো কখনো নীরব যন্ত্রণায় রক্তাক্ত দেহ নিয়ে
পাহাড় থেকে সমতলে আছড়ে পড়তে দেখে!!
কবিতার দু’হাত টেনে ধরে দুটি অদৃশ্য সত্তা!
মানবতা জিজ্ঞাসা করে,"বল, তুই কে? "
নৈতিকতা প্রশ্ন করে, "কী দেখছিস তুই?? "
ফ্যালফ্যালে চোখে কবিতা অদৃশ্য সত্তাদের প্রশ্নের সম্মুখে নীরব দর্শক।
শুধু অস্ফুট শব্দে বলে," আমি কবিতা।
ধর্ম বিভেদকারী ফল আর গণতন্ত্র সমুদ্রের জল।"