কবিতাঃ- সংক্রান্তি উৎসব
✍️ মনোজ ভৌমিক


আয়নে আয়ন নেই শুধু রসায়ন,
সময়ের কলেবরে এ উত্তরায়ণ।
শীত ও অ-শীত নিয়ে পৌষ যায় চলে,
পূণ্যলোভী মানুষেরা সংক্রান্তি বলে।


পুরাণের মতে স্বর্গে দক্ষিণায়নে রাত,
উত্তরায়ণ প্রবেশে নতুন প্রভাত।
শরশয্যায় ছিলেন কৌরব মহান,
শয্যা ত্যাগী এই দিনে স্বর্গে চলে যান।


ধর্ম কর্মের সুফল এই কালে পূর্ণ,
সংক্রান্তি উৎসব মর্ত বাসীর জন্য।
পৌষের শেষ দিনেতে গঙ্গায় তর্পণ,
সাধু সঙ্গ স্বর্গ সুখ আনন্দ মিলন।


বাঙালির ঘরে ঘরে নতুনের গন্ধ,
পিঠেপুলি উৎসবে মন প্রাণ অন্ধ।
নানান পিঠেতে আছে সুমধুর স্বাদ,
আনন্দে ভক্ষণ করে উদরে বিবাদ।


টুসু ও মকর পুজো হয় বাংলাতে,
সময় ফুরানো বেলা দেখি অজুহাতে।
দেশের বিবিধ প্রান্তে নানা উৎসব,
সমন্বয় মন্ত্রে জাগে ধর্ম কলরব।


ভারতের পূর্ব প্রান্তে "বিহু""সংক্রান্তি",
পশ্চিমে উড়ায় ঘুড়ি নেই কারো ক্লান্তি।
উত্তরে শীতে "লহোরী"দক্ষিণে "পোঙ্গল",
বিশ্বে ভারত মহান একতাই বল।


সময়ের সন্নিধানে উৎসব ম্লান,
সুসময় আসুক ফিরে বাঁচুক না প্রাণ।