দুটি শতাব্দীকে একসাথে মিলতে দেখলাম....
বিংশ শতাব্দীর শেষ আর একবিংশ শতাব্দী'র শুরু,
কি দেখলাম আমি? কি দেখলে তুমি?
বর্বরতা,হিংস্রতা আর কপটতা'র আগ্নেয়গিরি!
চারিদিকে শুধু আর্তনাদ আর অনিশ্চয়তা!
সারা পৃথিবীটাই যেন হাইড্রোজেন-বোমা'র ভান্ডার--
সেই বোমার আঘাতে উত্তাল সমুদ্র!
পরিবেশ-দূষনের ফলস্বরূপ সুনামি ও ভুমিকম্পে।
বদলে গেছে ভৌগোলিক মানচিত্র--
বিষক্রিয়ায় অবলুপ্ত বিরল প্রজাতি
অথচ আমরা বলি
আমরা উন্নতির উচ্চশিখরে দাঁড়িয়েছি।
চারিদিকে শুধু আগুন আর আগুন!
সিরিয়া থেকে আফগানিস্থান...
উতপ্ত পৃথিবীজুড়ে জীবনঘাতী ভাইরাসের অবস্থান।


এখনো সময় আছে, বর্বরোচিত কালিমা'কে মোছো।
টেকনোলজি'র  দাম্ভিকতা আর প্রতিহিংসা'র
সিড়ি থেকে নেমে এসো,
তাকিয়ে দ্যাখো-
নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে সবুজ
রক্তাক্ত হয়েছে পশ্চিমদিগন্ত!
আর কতদিন চোখ বুজে থাকবে?
পরবর্তী প্রজন্মকে কি দেখবে
আর এক শতাব্দী'র সন্ধিক্ষণ!