অদ্ভুত এক স্বপ্ন এসেছিল চোখে
স্বপ্ন ছিল কি! না সত্যি!
না "ভালোলাগা"এসেছিলআমার ভুবনে!
তটিনীর মতধেয়েএসেছিলোসে                                                     কলকল রবে।
উচ্ছলতায়,চঞ্চলতায় ভরা ছিল তার প্রাণ।
গোলাপেরপাপড়িরমত,                                                                                   বিকশিত হাসি ছিল তার ঠোঁটে।                    
ভ্রমরের মত গুনগুনিয়ে গেয়ে ছিল সে-
আমার হৃদয় ভুবন জুড়ে।
হরিণীর মত চপলতা ছিল তার দুটি চোখে।
প্রজাপতির মত রং লাগিয়ে উড়েছিল সে-
আমার উদাস বিভোর মনে।
ভালোলাগা তাই সবুজে-অবুঝে মিশে
হয়েছিল একাকার।
চোখভরা ঘুমে দেখেছি গলায় তার
রামধনু আঁকা ছিল সাতনরি হার।
কানে ছিল তার ঝুমকোলতা
বেণীতে ফুলের হার।
রং-এর খেলায় আলোর মেলায়
হয়েছিল একাকার।
স্বপনে শয়নে ক্ষণিকের তরে
দেখেছি তাহারে-
"ভালোলাগা" বার বার।