কবিতাঃ- সে অরণ্য দাও ফিরে
✍️মনোজ ভৌমিক


সময়ের সাথে হারিয়ে ফেলছি
মানবিক প্রেম প্রীতি,
সৌধ গড়ছি এ সভ্যতার নামে
সাথে নিয়ে দুর্মতি।


জ্ঞানের পরিধি বাড়িয়ে নিয়েছি
ছুঁয়েছি চাঁদের পৃষ্ঠ,
ঐ জঙ্গল কেটে গড়ছি শহর
চিত্ত হয়েছে হৃষ্ট।


ভেবেও দেখিনি আজো একবার
বাস্তুতন্ত্রের কথা,
বন্য পশুদের বাসস্থান কেড়ে
দিয়েছি ওদের ব্যথা।


শিশুরা সুন্দর ঘরের মাঝেই
আকাশেতে চাঁদ তারা,
বন্য প্রাণীরা হয় না সুন্দর
যদি বন হয় শ্রী হারা।


করছো বন্দী খাঁচায় ওদের
শৃঙ্খলিত বিনোদনে,
ভেবেছো কি একবারও মনে
শোভিত ওরা কাননে!


মানুষ তোমরা নির্দয় আজও
নিজ স্বার্থে মগ্ন অতি,
অবাধে ওদের করছো হত্যা
পরিবেশের করো ক্ষতি।


সময় এসেছে আওয়াজ তোলো
সে অরণ্য দাও ফিরে,
বাঁচবো আমরা সবাই মিলে
সুন্দর পৃথ্বী পরে।