কবিতাঃ- সে হেমন্ত ছিল আমার অহংকার
✍️ মনোজ ভৌমিক


হেমন্ত আসে ফুলের সাজি নিয়ে
রাঙিয়ে আকাশ মন ছুঁয়ে যায় ধীরে,
শুকনো পাতার মর্মর ধ্বনি যেন
হৃদয় বীণা বাজায় নতুন সুরে।


সোহাগী শিশিরে জড়িয়ে ধানের শীষ
রবির কিরণ রঙ ছড়াতো হেসে,
হিমেল বাতাস বইতো শরীর ছুঁয়ে
মজা নদীকে জোয়ার ডোবাতো এসে।


ভাঙলো বীণা আজকে আবার যেই
হারিয়ে যায় সকল রাগের খেলা,
পুষ্পরাজি ছড়ায় পথের ধুলোয়
সব হারানোর কান্না যাওয়ার বেলা।


আমলকীবন কাঁপছে ধীরে ধীরে
অশোকের মন আশঙ্কাতে কলো,
কৃষ্ণচূড়ার বুক করে ঢিপঢিপ
দীপালিকায় কে দেখায় আলো!


নবান্নের ঘ্রাণে উতলা নয় তো প্রাণ
ছিন্ন বীণায় ওঠে না তো ঝংকার!
নেপথ্যে পৌষ ডাক দিয়ে যায় খুব
সে হেমন্ত ছিল আমার অহংকার।