সেদিন তুমি আসবে বলেছিলে।
সুগন্ধী ধূপ জ্বেলে,
হৃদয়ের অঙ্গন সুরোভিত করেছিলাম
কবিতার ফুলে ফুলে।
কল্পনার আল্পনা এঁকেছিলাম,
কাজল কুমকুমে, মনের কোণে কোণে।
মনের দরজা খুলে বসেছিলাম,
অপলক দুটি পিয়াসী নয়নে,
সেদিন তুমি আসবে বলেছিলে।


মনের বাগানে বেড়ে ওঠা
সমস্ত বাসনার কুষুমগুলি
গান হয়ে ফুটেছিল,
তোমার আসার আশাতে।
হৃদয়ের আবেগগুলি,                                                                                                                                                                                 ঢেউ তুলেছিল দেহেতে
নাবিক ছিল না নাউয়েতে।
সেদিন তুমি আসবে বলেছিলে।


অকৃতিম ভালোবাসা তাই
অস্থির ডানা মেলে,
হাওয়াদের হাত ধরে
উড়ে যেতে চেয়েছিল
নীল আকাশের বুকে।
চাঁদ-তারাদের টুকে নিয়ে এসে
প্রেমের আলোকমালাতে
তোমায় সাজাবে বলে।
সেদিন তুমি আসবে বলেছিলে।