কবিতা:- সেদিন তুমিও কাঁদবে
কবি:- মনোজ ভৌমিক


দুধের শিশুটি বুকের 'পরে নিয়ে
ফুটপাতে পড়ে আছে এক মৃত মা।
শতচ্ছিন্ন বসন তার ধুলায় লুটায়।
ন্যাংটো ঘর্মাক্ত শিশুটি তার
স্তনবৃন্তে বার বার কামড়ায়।
না পেয়ে অমৃতের স্বাদ,
উচ্চস্বরে কাঁদে শিশু বার বার।
দুরারোগ্য এডস রোগে আক্রান্ত
পত্নীটিকে ত্যাগ করেছে পতি তার।
শিশুটিও নাকি সন্দেহের ঘেরে আজ!


কত লোক হাঁটে আজ ঐ পথে,
কেউ শোনেনি শিশুটির  ক্রন্দন।
কী দোষ ঐ হতভাগ্য শিশুটির!
জন্মের পরে ছেড়ে গেছে মা!
বাপও তারে অপাংক্তেয় বলে
সাথে করে নিয়ে গেল না।


কত মানুষের ভীড় দেখি ঐখানে।
তবু কেউ তারে নিল না কোলে।
ডাকলো না,"আয় খোকা বলে।"
এক বুঁন্দ অমৃতের স্বাদ,
তার মুখে কেউ দিল না আজ।
তুমি কি বুঝবে গো মানুষ!
ঐ শিশুটির বাঁচার আকুতি।
যে অমৃত আজ ঐ শিশু
পায়নি মায়ের বুক থেকে।
একদিন তুমিও পাবে না
কাঁদবে ঐ শিশুটির মত
এক বুঁন্দ জীবনামৃতের তরে।
সেদিন দেবে না এ মাটির পৃথিবী
এক বুঁন্দ রসামৃত নিজের বুকের থেকে।