কবিতা:- সে জন্মের আহ্বান
           কবি:- মনোজ ভৌমিক


জন্মটা তোমার হোক না যতবার,
জন্মেছিলে, তুমি কিন্তু একবার।
সে জন্মটার জন্মান্তর নয়,
ও জন্মকথা কভু ভোলবার নয়।


ধর্ম তোমার বুকেতেই ছিলো বাঁধা,
অধর্মটা জ্বালিয়েছে সর্বদা।
পাপকে তুমি বাড়তে দিয়েছো অনেক,
ধ্বংস যজ্ঞে সময় নিলে ক্ষণেক।


শুরুটা তোমার মাতুল কংস দিয়ে,
শেষ করলে সেটা কুরুক্ষেত্রে গিয়ে।
আজকে দেখি অধর্ম পৃথিবীময়,
হিংসা বিদ্বেষ অশান্তি এ সময়।


এ জন্ম না হয় সে জন্মই হোক,
শান্তি আসুক,মুছে যাক যত শোক।