কবিতা:-সেই পদাতিকের স্বপ্ন
কবি:- মনোজ ভৌমিক


যন্ত্রণায় নিমজ্জিত সেই পদাতিকের শেষ পদচিহ্ন,
আজও পড়ে আছে পৃথিবীর বুকে।
স্বপ্ন দেখেছিল সে,আগামী প্রজন্ম,
বেঁচে থাকবে অনন্ত খুশীতে,
তার সজীব ধরিত্রীর কোলেতে।
আজো তার স্বপ্নের চেহারাটা পড়ে আছে,
পৃথিবীর 'লাশ কাটা ঘরে।'
কে দেখেছে তারে!তুমি! আমি!
না ওরা সকলে?
কেউ দেখেনি।
অনুভূতিহীন অন্ধকারে,
আজও তার অব্যাক্ত চেহারাটা চোখে ভাসে।
কোনো এক নিভৃত ক্ষণে,
তুমিও কি ভাবো নাই মনে?
সসাগরা পৃথিবীর এত রক্তক্ষরণ!
কখনো ভেবেছিল কি সে!
এখানেও চলবে কালনেমীর লঙ্কা হনন!
তুমি কি ভাবছ আজ,
রক্তের সিঁড়ি বেয়ে,খুঁজে নেবে
সেই স্বর্গের দ্বার!অসম্ভব!
একদিন নিশ্চহ্ন হয়ে যাবে
তোমার রক্তস্নাত ছায়াপথ।
মনে রেখো সেই যন্ত্রণা দগ্ধ যাত্রীর স্বপ্নের ভাবান্তর,
তৈরি করবে একদিক, পৃথিবীর নতুন যাত্রাপথ।