কবিতা:- সেই পুরানো বকুল ফুল(৩০০তম)
                  মনোজ ভৌমিক


জুঁই চামেলি আজ তোমরা একটু দূরে না হয় থাকো,
এগিয়ে এসো শিউলি টগর,আমার প্রিয়ারে তো দেখো!
শরৎ মেঘের আবেশ নিয়ে চাঁদ ঘষা জ্যোৎস্নায়,
আলোর হাসি ছড়িয়ে দিয়েছে,ওই বাঁধ ভাঙা বন্যায়।


চোখের কাজলে জাগছে সেই শ্রাবণ দিনের মেঘ,
জোনাকজ্বলা মনেতে এখন প্রেমের গতিবেগ।
তাকিয়ে দেখো না আঙিনার ওই সোহাগী কদমগুলো,
বলছে কেমন মুচকি হেসে,"ঐ চাঁদকে হারিয়ে দিলো!"


শোলক বলা কাজলা দিদিটা ঘুমিয়ে গেছে বোধহয়,
পাড়া জুড়ানো বর্গীদের হারিয়ে যাওয়ার সময়।
জেগে ওঠা ঐ সন্ধ্যামণিটা তোমার নাকেতে বসা,
গলায় দুলছে সাতনরি হার কন্দকলিতে ঠাসা।


রজনীগন্ধার গন্ধ জড়িয়ে তোমার এলো চুল,
এখনো দেহে ছড়িয়ে আছে সেই পুরানো বকুল ফুল।