কবিতাঃ- সেতু কি তাহলে হেতুই ছিল
✍️ মনোজ ভৌমিক


রাত ফুরোলেই বাত ফুরোবে
সময়ই বলেছে তা,
ভাবনার বুকে আঘাত হানলে
সময় হবেই যা তা।


মরলে মানুষ কি আসে যায় যায়!
মড়ক মনেই কোরো,
মিডিয়াটাকে সামনে এনেই
প্রশাসনে টেনে ধোরো।


প্রশাসনই দুঃশাসন হয়
সকল ক্ষেত্রেই দেখি,
মানুষ যখন হারায় হুঁশ
কোথা গিয়ে দোষ ঢাকি!


মাচ্ছি নদীর ওই জল ধারায়
ছিল না প্রবল স্রোত,
ভীতুই ছিল ঐ ক্যাবল সেতু
দেখে উন্মাদ দ্বৈরথ।


রাখলো দেহ ঐ কাঠের সেতু
নিয়ে শতাধিক প্রাণ!
নতুন বছরে 'মরবি' গুজরাট
গাইলো শোকের গান।


পাথর ছোঁয়া ওই নদীর বুকে
রইলো অনেক প্রশ্ন,
সেতু কি তাহলে হেতুই ছিল!
মৃত্যু ডাকার জন্য?


বিঃদ্রঃ- গুজরাটের মরবি শহরে মচ্ছি নদীর উপর ক্যাবল সেতু ভেঙে প্রায় দুই শত জনের দুর্ভাগ্যজনক মর্মন্তুদ অকাল মৃত্যু।