কবিতা:- শব্দটা ভীষণ মেকী
কবি:- মনোজ ভৌমিক


"সম্পর্ক" শব্দটাকে ভালো করে
ফোল্ড কোরে,কভারে ভরে,
গাম লাগিয়ে,চিপকে চাপকে
নিয়ে গেলাম পোষ্ট অফিসে।
পোষ্ট মাস্টার হাসল জোরে।
বললে আমায়,"কোথায় যাবে!
এর ঠিকানা কোথায় আছে!"
অবাক কান্ড! এত্ত বড় একটা শব্দ
এরও আবার ঠিকানা চাই গো?
বললে আমায়,"এর জন্য ডাকটিকিট নাই তো।
ই-মেলে-ফেসবুকে-ট্যুইটারে সার্চ দাও গো।"
গভীর ভাবনা!আবার ভাবি!
ভাবতে ভাবতে খুঁজতে থাকি,
"শব্দটা" ফোল্ড খুলে পালাল নাকি!
শব্দটাকে বুকে নিয়ে,
সার্চ করি সাইবারে গিয়ে।
ফেসবুকেতে তাকিয়ে দেখি,
শব্দটা আজ ভীষণ মেকী।
মরা বাপকে জড়িয়ে ধরে,
মা মেয়েতে ভীষণ কাঁদে।
সেল্ফি নেওয়া সেই সম্পর্কটা
গভীরভাবে পাবলিক দেখে!
সম্পর্কের দোহাই দিয়ে,
কত কী যে হয় ওখানে!
বোঝে সবাই সত্যি কথা।
বুঝেও কেন অবুঝ থাকা!
বৃদ্ধ পিতা বুঝবে কী করে!
সম্পর্ক আজ হৃদয়ে নাই যে।
ফেসবুকেতে জড়িয়ে ধরে
সহানুভূতির চাদর দিয়ে
দু'দিন পরে সে সম্পর্ক
পৌঁছে যাবে বৃদ্ধাশ্রমে।
আজকে এখন ভাবি মনে,
ছেড়ে দিই ঐ শব্দটাকে।
কী হবে ওকে বেঁধে রেখে!
যে সম্পর্কে সম্পর্ক নাই
সে সম্পর্ক কেন দেখাই।