কবিতা  :-শাঁকচুন্নীর ইচ্ছা
           মনোজ ভৌমিক


আলতো চুমায় মধুর স্বরে শাঁকচুন্নী বলছে হেসে হেসে,
এই ফাগুনে মামদো তুই রঙ মাখা না আমায় ভালোবেসে।


কোথায় যাচ্ছিস ও মামদো তুই গায়ে যে সেন্টের গন্ধ!
ঐ মানুষগুলো খেলছে না হোলী করোনা করেছে জব্দ।


তুই তো ব্যাটা বড়ই ঢ্যামনা শুধুই উড়তে থাকিস,
আমার মনে যে রঙ লেগেছে সেটাও তুই না বুঝিস!

এই শোন না উড়িস না  আর চল যাই কোলকাতায়,
ওখানে নাকি প্রেম করে সব অলিগলি আর রাস্তায়!


মনুমেন্টের উপরে বসে দেখবো ওদের দু'জন,
মিষ্টি প্রেমের গল্প করবো হোস  না আমার সুজন।


ভিক্টোরিয়া ঘুরে বাদাম খাবো বসবো রে নরম ঘাসে,
শান্তিনিকেতনে রঙ মাখবি বসন্ত উৎসব শেষে।


আমার মনের এই ইচ্ছেটা আজ পূর্ণ করনা তুই,
এবার থেকে ভূতের দেশেও হবে দোল বসন্ত ভুঁই।