কবিতা :- শাঁকচুন্নীর মেয়ে পুঁটি
কলমেঃ- মনোজ ভৌমিক


শাঁকচুন্নীর মেয়ে পুঁটি আজ হাঁটছে পথে একা,
শহর ঘুরে দেখে সে,সেই মানুষের নেই দেখা!
পথে ঘাটে হাঁটছে যারা মুখে জালতি কেন আঁটা!
নিজের মনে হাসে পুঁটি ,কোথা গেল মামদো ব্যাটা!!


দেখবি যদি আয় রে ছুটে, আজব ধরার ছবি!
পথঘাট সব নিদ্রা যায় সময় হয়েছে কবি!!
আয়না মামদো পার্কে বসে মজা করে প্রেম করি,
অন্ধকারে দেখবো দু'জন এ শহর ঘুরে ফিরি।


এদের জ্বালায় ঐ আকাশে উড়তাম একা একা,
ভর দুপুরে শ্যাওড়া বনে আমাদের হতো দেখা।
ভেবেই নে রে গ্রামশহর এবার থেকে মোদের,
দিনে দিনে বাড়ছি আমরা  ভয়  দেখাবো ওদের।


তুই হবি রে ভূতের রাজা,আমি হবো বউরাণী,
দুজনে মিলে সৃষ্টি করবো ভূত রাজ্যের কাহিনী।
ও মামদো গেলি কোথায় ? বেলাটা দেখ যায় বয়ে,
এ সময় আসবে না ফিরে দেখ না রে তুই চেয়ে।