কবিতাঃ- শঙ্কা বাজায় বীণ
✍️ মনোজ ভৌমিক


জ্বলছে জ্বলুক জতুগৃহ
তোমার আমার কি তা!
আগ্রাসনের রাজনীতিতে
মানুষ হয়েছে যা তা!!


এ কথাটা আমি বলছি না
বলছে দেশের লোক,
গণতন্ত্র আজ শুধু নামেই
মিছেই জানাই শোক।


নানান রকম প্রতিশ্রুতি
মনোলোভা আশ্বাসন!
'রাত ফুরোলেই বাত ফুরোবে'
জানে কি ও জনার্দন?


আমজনতা মানুষ কবে?
খুলে দেখো ইতিহাস,
সমাজতন্ত্রের থেকেও আজ
গণতন্ত্রে পরিহাস!


শোষণ, পীড়ন, নির্যাতনে
কাটছে প্রতিটি দিন,
'পানের থেকে খসলে চুন'
শঙ্কা বাজায় বীণ!