কবিতাঃ- শান্তি কামনা বৃথা
✍️ মনোজ ভৌমিক


কোনো ধনবান গরীব জনের বন্ধু হয় না জেনো,
চরম সত্য ইউক্রেন ব্যাটা বুঝলো না বলো কেন?


বুঝলো না কেন সেয়ানে সেয়ানে কোলাকুলি বড় হয়,
উসকে তোমাকে,দেখবে মজাটা,তোমারি হবে যে ক্ষয়!


বড় বড় কথা সদাই বলেছে,দেখিয়েছে ভিটো পাওয়ার,
সময়কালে ল্যাজ গুটিয়েছে, গতি বুঝে নিয়ে হাওয়ার।


পৃথিবীর গতি একই রয়েছে, বদলায়নি কোনোকিছু,
তুমি আর আমি শুধু দৌড়াই সমতার পিছু পিছু।


মানুষ্য মনের আগ্রাসী ভাবনা, বন্ধ হয়েছে কী কোনোদিন?
তাই তো আজও মানবতা শব্দ, সময়ের কাছে পরাধীন।


শান্তি! শান্তি! মিছে কলরব, শান্তি আজকে কোথায়?
আত্মতুষ্টি হারিয়ে গেছে,ঐ আধিপত্যের নেশায়!


মরে মরে আজো বেঁচে আছে দেখি, বিকলাঙ্গ মানবতা!
যুদ্ধ আজও সেই পুরানো খোয়াব, শান্তি কামনা বৃথা।