কবিতা :- শান্তির প্রত্যাশা
কলমেঃ- মনোজ ভৌমিক


আজ কিসের দম্ভ! কিসের অহঙ্কার!
সময় বলছে ভাবনাটাই বেকার।
ধুঁকছে মানুষ, জপছে যে নামাবলী,
মরণ বলছে, ভরছি আমার থলি।


ধনী-দরিদ্র ধর্ম -অধর্ম সব মিছে,
ঐ বিভেদটাকে দিতে চায় কেউ মুছে।
আধিপত্যের ফানুস উড়লো যে কত!
এবার বোঝ ভাবনাটাই যেন হত!!


হিংসার আগুনে জ্বাললি কত না হিয়া!
জ্বেলেছিস কি একটিও প্রেমের দিয়া!!
কাঁটাতার দিয়ে বাঁধলি বিভেদ নীতি,
গাইলি ভুবনে মিছেই সাম্যের গীতি!


বারুদে বারুদে ভরেছিস চারিদিক!
ধ্বংস যজ্ঞের বিষাণুও দেখি অধিক!!
সময়টাকে বাঁধতে চাস ঐ মুষ্টিতে,
মানবিকতা খাচ্ছে খুঁটে কাক পক্ষীতে।


একনায়কত্বের ছবিটা মুছে ফেল,
লক্ষ্মণরেখার গণ্ডীটা পেরিয়ে বল,
চাই শান্তি আমরা এই পৃথিবী জুড়ে,
গাইবো সবাই আবার নতুন সুরে।