কবিতাঃ- শারদ চিঠি
✍️ মনোজ ভৌমিক


চিবুক চেপে কাটছে দিন
ঠোঁটের রঙ ফ্যাকাসে,
রোদের দেখা নেই তো চোখে
ঘাম জমছে আকাশে।


শ্রাবণ প্রেমে মগ্ন শরৎ
কিট্টা রোদের সাথে,
নকশা-কাটা শাড়ির আঁচল
ডুবছে আজ বর্ষাতে।


চোখের জল ঝরছে সদাই
মনের দোরে আগুন,
রঙের নেশা নেই বাতাসে
বৃথাই খোঁজা ফাগুন।


বাক্সবন্দী ভাবনাগুলো
জমাট বাঁধছে বুকে,
উৎসব যেন শ্মশানভূমি
কান্না শুনি চারিদিকে।


মনমানিটা দে না রে ছেড়ে
ফিরে আয় ও শরৎ,
আলোকোজ্জ্বল হোক না দিন
লিখছে চিঠি শারদ।