কবিতা:- শাস্তিটাতে চোখ রাখি
     মনোজ ভৌমিক


এনকাউন্টার হলো যারা
মরার যন্ত্রণাটা বুঝলো কি!
আগুনে জ্বলা আত্মাটা ওর
অট্টহাসি হাসলো কি!!
জ্বলতো যদি ওরই মতো
বুঝতো তবেই মৃত্যু কি!
তবুও ভালো আইন বাঁচুক
ভাবনা মরলে কার ক্ষতি!!
আপনজনে লুকিয়ে থাকা
ধর্ষকগুলো মারবে কে!
ছদ্মবেশে পথ হাঁটছে
ওদের দিকে ধরবে কে!!
সময়ের সব ভাবনাগুলো
আজকে না হয় উহ্য রাখি!
একটু না হয় স্বস্তি পেলাম
শাস্তিটাতে চোখ রাখি।