কবিতাঃ- শাস্ত্রটি খুঁজে দেখো
✍️ মনোজ ভৌমিক


আগুনের আর দোষ কি বলো!
ও কি জ্বলতে জানে নিজে!!
যতক্ষণ না জ্বালাও ওকে
ও থাকেই নীরব সাজে।


ঘর্ষণ বিনা জ্বলেছে আগুন
বলো না কবে?কোনখানে??
ঐ গাছে গাছে ঘর্ষণ হলেই
দাবানল জ্বলে ওইখানে।


পাথরে পাথরে ঘর্ষণের ফলে
আবিষ্কৃত ঐ আগুন,
দেশলাই কঠির বারুদ ছুঁয়ে
জ্বালিয়েছিল এক ফাগুন!


ওসব আগুন নিভেও যায়
সময় সুযোগ হলে,
মনের আগুন যখন জ্বলে
নেভাবে কে কোন বলে?


হিংসা নামের বারুদ হোথা
জাগায় বড় শোক,
ঐ আগুনে রাখ হয়েছে
নামি দামি কত লোক!


ঐ আগুনে জ্বালছে অনেক
সংসার,রাজপাট,
আইন কানুন সঙ্গী হয়েছে  
ঘুরিয়েছে সাতঘাট।


ঐ আগুন জ্বালাতে যারা
ইন্ধন জোগায় ভাই,
ভাবছে তারাও ওর বুঝি
পার্শ প্রতিক্রিয়া নাই!


নিউটনের তৃতীয় সূত্রের
সারকথাটাও মেনো,
প্রতিটি ক্রিয়ার বিপরীত
প্রতিক্রিয়া আছে জেনো।


এবার যখন জ্বেলো আগুন
ইন্ধনে চোখ রেখো,
নইলে পরে জ্বলবে তুমিও
শাস্ত্রটি খুঁজে দেখো।