কবিতা:-শেষ আবেদন
✍️ মনোজ ভৌমিক


সংখ্যা গুনে লাভ কিবা হবে!
গুনতে থাকো সময়,
মৃত্যু দূত দাঁড়িয়ে শিয়রে
মনে কেবল সংশয় ।
ফাঁসের রশি কার গলাতে
বুঝতে পারে না কেউ,
মুখোবাস আর দূরত্বতে
আশায় বাঁচার ঢেউ!
মানুষ তুমি তো বিশ্ব শ্রেষ্ঠ
তোমার তুলনা নাই,
তোমার তুলনা তুমি নিজে
তার আগে সব ছাই।
পৃথিবীটাকে ভাগ করেছো
কত শত রেখা দিয়ে,
দলাদলি হিংসা ও বিদ্বেষে
এ পৃথ্বী দিলে ভরিয়ে!
ধর্ম দিয়ে গড়লে বিভেদ
মানুষ হতে মানুষ,
জাতের নামে বজ্জাতিটাও
তোমার গড়া ফানুস।
বারুদে খেলা আজ অশেষ
কীটাণুতে সসাগরা!
মহাধিপত্যের অহংকারে
নিজেকে জাহির করা।
একবিংশের ধ্বংসের যজ্ঞে
দিলে তো কত আহুতি!
আরেকবার মানুষ হও
দেখো পুরাতন স্মৃতি।
হ্যদয়মাঝে উঠুক জেগে
ঊনবিংশের উচ্ছাস,
সবাই যেন বাঁচতে শেখে
জাগুক মনে বিশ্বাস।