কবিতাঃ-শেষ শ্রাবণের মেঘ
✍️ মনোজ ভৌমিক


বর্ষারাণী নিল বিদায়
শরৎ এলো দ্বারে,
নীল আকাশে আলোর খেলা
আনন্দে বুক ভরে।


সাদা মেঘেরা ভেসে বেড়ায়
হাওয়ায় সাথে মিশে,
হঠাৎ করে কালো মেঘেরা
ওদের গিলতে আসে।


হাওয়া তখন রেগে গিয়ে
বললো দারুণ রোষে,
যাবার সময় লাভ কি বল
মিথ্যে ও ভালোবেসে!


কালো মেঘেরা হঠাৎ করে
হাওয়ায় টুঁটি চাপে,
গুমোট গরম বুকে নিয়ে
মানুষ মরে সন্তাপে।


এসব দেখে আকাশ হাঁকে
কি করছিস কী তোরা?
ও কালো মেঘ হঠাৎ কেন
তোদের হেথায় ফেরা??


মুখ ফিরিয়ে চলতে থাকে
শেষ শ্রাবণের মেঘ,
যখন তখন দু'চোখ বেয়ে
ঝরে হৃদয় আবেগ।