কবিতা:- শেষের কবিতা
             মনোজ ভৌমিক


ত্রিশ বত্রিশটা বসন্ত কেটে যাওয়ার পর,
শুরু হয় গ্রীষ্মের দিন।
বড্ড কঠিন।
কটকটে রোদ!
গরম হাওয়া!
মাটির বুকে পা রাখতে ভয় হয়।
ধীরে ধীরে বিষণ্ণ চৈত্র পার হতে থাকে...
দস্তক দেয় কালবোশেখি!
দুমড়ে মুচড়ে নিয়ে যায় সবকিছু!
সকল যন্ত্রণার নির্মম পরিসমাপ্তি।