কবিতা:- শহীদ মিনার বলছে
কবি:- মনোজ ভৌমিক


শহীদ মিনার দেখছে তোমায়,বলছে ঘুরে ফিরে,
বাংলা ভাষা ধুঁকছে কেন?যাচ্ছে নাকি মরে?
ঐ ভাষার জন্য দেশটাকে ভাই নিয়েছি আজাদ করে,
আজকে কেন সেই ভাষাটাই কাঁদছে দারুণ জোরে?
তাহলে কি সকল রক্ত ধারা বৃথাই গেলো ওরে!
ভাষার বদলে দেশ পেয়েছিস,এটাই শ্রেয় নাকি রে!
বলছি তোদের শোন রে অধম,জেগে ওঠ ভালো করে,
সজলা সুফলা বাংলা মা যে ভাবুক একেবারে।
যার চোখের জলে জাব্বর রফিকরা জেগে উঠেছিল ওরে,
আজকে তোদের বলছি শোন,জেগে ওঠ তেমনি সবল হয়ে।
ব্রিটেন যদি ছোট্ট হয়েও ইংরেজি ছড়ায় বিশ্বমাঝে,
বাংলা ভাষা নোবেল পেয়েও কেন যাচ্ছে চলে সাঁঝে?
জাগরে যুবক, জাগরে দেশ আবার নতুন সাজে,
বিশ্বমাঝে বাংলা ভাষা,যেন থাকে না আর লাজে।
ইন্টারনেটের সফটওয়্যারে ছড়িয়ে দেশে বিদেশে,
সারা বিশ্বতে যেন বাংলা ভাষার সূর্য উঠুক হেসে।
এমন মধুর ভাষা বলনা কোন দেশেতে আছে?
যার মধুর শব্দে বিবেকানন্দ আজও শিকাগোতে বেঁচে আছে।
যে ভাষাতে মনের মধ্যে সদাই বসন্ত কোয়েল ডাকে,
সেই ভাষাটির বিশ্বমাঝে যেন শ্রেষ্ঠ আসন থাকে।