কবিতাঃ- শৈশব স্মৃতি
✍মনোজ ভৌমিক


তোর সাথে দেখা হলে বলে দিস তারে,
সে যেন মনের কোণে উঁকি না মারে।
এ জীবনে কেন তার বারে বারে আসা!
ভ্রান্তি সৃষ্টি করে আজও ঐ ভালোবাসা।


ছিল সে মধুর ক্ষণ স্মৃতি শুধু তার,
ক্ষণে ক্ষণে জাগে মনে নাহি ভুলিবার।
উচ্ছল উন্মনা সে যে বড় মধুময়,
হৃদয় গহীনে ও যে সদা জেগে রয়।


বিষন্ন সময়ে ওরে ঘুরে ফিরে দেখি,
সময়ের ব্যর্থ স্রোতে দেয়নি তো ফাঁকি!
ক্ষণেকে হারিয়ে যাই সেই মধু ক্ষণে,
বড়ই শান্তি জাগায় সদা এই মনে।


অসীম আনন্দ ঘেরা মুক্ত স্বাধীনতা,
আশীষ চুম্বন দিয়ে কয় রূপকথা।
করিস না মানা তারে একটিও বার,
শৈশব স্মৃতি ও দেখা দিক বারবার।