কবিতা:- শিশুর প্রশ্নে
           মনোজ ভৌমিক


"বাবা,মরলে মানুষ,আজকাল নাকি মশার জন্ম হয়?"
শিশুর প্রশ্নে এই মনেতে জাগলো ভীষণ সংশয়!
এমন প্রশ্ন এলো কেন বল,ওই মনেতে আজকে তোর?
গভীর চিন্তায় ফেললি রে তুই,এ রাত কেটে হয় ভোর।


সকাল সকাল চায়ের টেবিলে সে প্রশ্নটাকেই ঘাঁটি,
গভীরভাবে ভাবার পরে বলি,"প্রশ্ন তোর একেবারে খাঁটি।"
নেতার পিয়াস আম জনতায়,মালিকেরা চোষে শ্রমিক।
ব্যবসায়ীরা ভালোবেসে চোষে ওই চাষির রক্ত অধিক।


ওসব মানুষগুলো মরলে পরেই,পাবেই জন্ম মশা।
রক্ত শুষে, দেবে ভরে,চিকেনগুনিয়া ডেঙ্গু কীট খাসা।
ভাবি এখন প্রশ্নটা ছেলের এক্কেবারে সঠিক,
ঢেঁকি বেটা ওই স্বর্গে গিয়েও আজো ধান যে ভাঙে ঠিক।