কবিতা  :-শীত বৃষ্টি
        মনোজ ভৌমিক


ব্যস্ত মনের ক্লান্ত কথায় বইছে হিমেল হাওয়া,
যখনতখন মেঘবৃষ্টি হেথায় করে আসাযাওয়া!
মুষড়ে যাওয়া ভাবনাগুলো ঝিমোয় মনের মাঝে,
এখন দেখছি শীত বৃষ্টির দ্বন্দ্ব সকাল সাঁঝে।


মাঘ ফাগুনের ছন্দ কথায় মন্দ ভাবনা  আজ,
শীত রেগে কয়,বৃষ্টি তোর পরকীয়ার কেন সাজ!
কেমন করে বোঝাই তোরে আসতে চাইনা আমি,
অশুভ খেলা খেলছে মানুষ বলছে ধরার স্বামী।


বিস্ফোরক দিয়ে ভাঙছে জল,করছে পাহাড় সমতল,
জিজ্ঞাস্য তোকে না এসে হেথা কেমন করে থামি বল !!
তাই তো আমায় সব ঋতুতেই নাচতে হয় যখনতখন,
আমার কি ইচ্ছা হয়না বন্ধু থাকি তোদের মতন !


আজকে তোর প্রশ্ন মনে কেন করছি  ছেলেখেলা !
আমারও তো ইচ্ছা তোদের মতই কাটাই সারাবেলা !!