কবিতাঃ- শীত প্রকৃতি
✍️ মনোজ ভৌমিক


ধোঁয়াশা আকাশ ছুঁয়ে নেমে আসে রোদ্দুর,
শীতের আমেজ নিই এসো আজ ভরপুর।
আঙিনায় দাঁড়িয়ে ও মনটা রাঙিয়ে নিও,
হেমন্ত চলে গেলেই সময়েতে আসে জেনো।


একটু তাকিয়ে দেখো অপরূপা এ প্রকৃতি,
সবুজে ভরা চৌদিকে ওড়ে কত প্রজাপতি।
ভ্রমরের রূপ দেখো বাহারি ফুলের বুকে,
শরীরে শিশির মেখে ঘাস হাসে রোদ সুখে।


পাখিদের কিচিমিচি পরিযায়ী কত শত,
গ্রামের পথের ধারে আগ তাপে বুড়ো যত।
কৃষাণীর মুখখানি বড় বেশি চকচকে,
উঠোন সোনায় ভরে নবান্নের ঘ্রাণ চোখে।


আম জাম কাঁঠালের বোল ধরে শাখে শাখে,
দোয়েল ফিঙ্গেরা নাচে গুল্মলতার ফাঁকে।


রবি ফসলের চাষ বাংলার মাঠে মাঠে,
চড়ুইভাতির সুখ নিই সবে একসাথে।
খেজুর গুড়ের সাথে পায়েস ও পিঠেপুলি,
মুড়কি মোয়া সন্দেশ খাই সবে দিলখুলি।


শীতঘুম বড় সুখ সরীসৃপ হয় মন,
রাতের কম্বল কাঁথা হয় যে বড়  আপন।
গরম কাপড়ে মোড়া শহরে যায় না বোঝা,
বাগানেতে গিয়ে নেয়া গ্রাম্য সুখের মজা।