কবিতাঃ-শীতের পথশিশু
✍️ মনোজ ভৌমিক


ঐ দেখো না পূব আকাশে
সূয্যি মামা দেয় হামা,
শীত বুড়োকে তাড়াবে বলে
পরেছে ও লাল জামা!


ওমা আমায় দে না রে কিনে
ওর মতো এক জামা,
রাত দিন বড় কাঁপি মাগো
কাঁপুনিটা তুই থামা।


ফুটপাতটা বড্ড জ্বালায়
ঠান্ডা লাগে খুব বেশি,
এ বাঁচা কী বাঁচা গো মা!
ছেঁড়া জামা গয়া-কাশি।


মা কেঁদে কয়, আয় রে বাছা
সূয্যি মামার পানে দেখি,
সময়ের রোদ গেছে চুরি
আঁচল দিয়ে তোরে ঢাকি।