কবিতা :- শোনো হে প্রভু
              মনোজ ভৌমিক


আষাঢ়টা গেলো এমনিই হেলে দুলে,
শ্রাবণ আকাশ কালো মেঘ গেছে ভুলে।
বৃষ্টির কথা মুখে মুখেই আজ শুনি,
শহর ও গ্রাম চলছে প্রহর গুনি।


কেঁদে কেটে ওঠে নদী নালা মাঠ ঘাট,
শহর জুড়ে বাতানুকূলের ঠাট বাট।
হাঁপিয়ে উঠেছে কৃষাণীর আঙিনা,
আকাশ বলছে," কোথা বৃষ্টি!  আমি তো জানিনা।"


সবুজ কথাটা অবুঝের সাথে বুঝি,
ইঁট পাথরে পুরানো সুখ কেন খুঁজি!
ভাটিয়ালি গান ঘুমোবে পদ্মা তীরে,
ভাদুর ব্যথাটা থাকবে আকাশ নীরে।


আমরা এখন গাইবো শ্রাবণ গান,
"আল্লা মেঘ দে,পানি দে...ভগবান। "
অতিষ্ঠ প্রাণ,হেলায় হারায় জান,
শোনো হে প্রভু,আমাদের ফরমান।