কবিতা:- শপথ নেওয়া চাই
             মনোজ ভৌমিক


হাসছে সূর্য, আকাশে তাকিয়ে দেখো,
বর্ষাকালে বৃষ্টি মেঘ দেখি না তো!
সময় পেরিয়ে সময়ের যন্ত্রণা,
যোগসাধনায় নেইকো আজ মানা।


ভোগের শরীর আজকে হয়েছে স্থুল,
কেঁদেকেটে সব খাচ্ছি ভাগাড় গুলো।
হজম করার শক্তি অনেক চাই,
যোগসাধনায় ব্রতী হতে হবে ভাই।


অচেনা অনেক রোগ আসছে শরীরে,
লড়াই করার শক্তি যাচ্ছে হারিয়ে।
পিছন ফিরে তাকিয়ে দেখবে কি আজ?
নব্বইতে নাকি করতো তারা কাজ!


হাঁপিয়ে উঠছি পঞ্চাশেতে এখন,
প্রজন্মটার হবে কি বলো তখন?
তাই তো আজকে শপথ নেওয়া চাই,
যোগ দিবসটা সবাই মানবো ভাই।



বিঃদ্রঃ- আজ বিশ্ব যোগ দিবস।