কবিতাঃ- শরীর কমিয়ে নাও
✍️ মনোজ ভৌমিক


শরীর কমিয়ে নাও
ওরা তারা দুষবে,
বয়স গড়িয়ে এলে
মহা রোগে ফুঁসবে।


সময়ে যত্ন নিলেই
সবকিছু ঠিকঠাক,
দেখবে ওদের মুখে
থাকবে না কোনো বাক।


পন্থাটা ভাবতে হবে
কোনটা হবে গো ঠিক,
জিমে টিমে গেলে পরে
বাজেট হবে অধিক।


যোগ নিয়ে শোক নাই
নিয়মটা মানলেই,
সবথেকে ভালো হয়
নাচটাকে জানলেই।


নিয়মিত নাচলেই
দেহটা চিরনবীন,
সময়ের রোগগুলো
বাজাবে না কোনো বীণ।


এ দুনিয়াটা নাচছে
নানাবিধ পন্থায়,
তুমিও নেচেই দেখো
থেকো না গো শঙ্কায়।