কবিতাঃ-শ্রাবণে প্লাবন নেই
✍️ মনোজ ভৌমিক


আজ শব্দেরা কেঁদে মরে
অক্ষর বিকলাঙ্গ,
ভাবনারা আকাশ খোঁজে
নিশ্চুপ বিহঙ্গ।
চারিদিকে কালো মেঘ
বুক ভরা জল,
কারা যেন গায় গান
ঐ বর্ষা মঙ্গল!


দিনান্তের ক্লান্ত রবি
ডুবে গেছে শ্রাবণের মেঘে!
কবিতারা আজ অসহায়
ভাবনা আছে শুধু জেগে!!
হৃদয়ের কূল ভাঙা শব্দে
শত কবি লিখছে কবিতা
শ্রাবণে প্লাবন নেই আর
জাগেনা তেমনি সবিতা!