কবিতা :- এ আগমনীর বড়ই অবেলা
        মনোজ ভৌমিক


শ্রাবণের বক্র হাসির বিসম ব্যথা শরতের  মনে !
ভেবেছিল তৃপ্তি দেবে প্রেয়সীর তৃষিত যৌবনে !
বিচলিত মন প্রেয়সীর রিক্ত প্রাণের হুতাসনে ।
আবিষ্ট হয়েছে সে আসমুদ্র হিমাচল প্রেম আলিঙ্গনে ।
অবিশ্রান্ত প্রেমামৃত ধারা গরল সম এখন!
প্রেমের আবেগে নিঃশেষ হবে প্রাণ,ভাবেনি তখন।
শরতের কাশ ফুল হাসে না আগের মত ,
দোলাহীন অবনত শিষ স্মৃতিচারণে রত ।


শিউলি কি বুঝেছে,এ কেবল রাতেরই খেলা!
ভোরের আলোতে ফোটেনি তাই টগরের মেলা।
চারিদিকে হাহাকার এ কেবল কাগজের ভেলা।
ভেসে গেছে জীবনের সব হাসি নিয়তির নিঠুর খেলা।
শরতের আকাশে নেই আজ
সাদা মেঘের ছলাকলা।
এখানে শ্রাবণ কেন চেয়ে রয়!হয়নি কি বিদায় বেলা!!
শ্রাবণের সুখে আজ শরতের দুখের বেলা।
শরৎ কী তাই বুঝেছে এ আগমনীর বড়ই অবেলা!