কবিতাঃ- শ্রেষ্ঠ উপহার
✍️ মনোজ ভৌমিক


মাতাপিতা গুরুজন  পৃথিবী সমান,
সহস্র বার ওদের করিও প্রণাম।
অমূল্য এই জীবন উহাদের দান,
এ বিশাল উপহারে করিও সম্মান।


মহৎ উদ্দেশ্য হোক তোমার এখন,
সাধের এ জীবন শেষে আসিবে মরণ।
জল বায়ু নদী শৃঙ্গ বিধাতার দান,
সুন্দর এ সৃষ্টি মাঝে তুমিও সমান।


সূর্য সম দীপ্ত হোক আগামী ভুবন,
জ্যোৎস্নায় স্নিগ্ধ হোক তাদের জীবন।
অনন্ত সবুজে ভরো এ ধরার প্রাণ,
প্রজন্মকে দিয়ে যাও এই ফরমান।


হিংসা ও দ্বেষ ভুলে গাও সেই গান,
উপহার শ্রেষ্ঠ হবে মিলন মহান।