কবিতা- শূন্য হেথায় তুমি
            মনোজ ভৌমিক


সূর্য যখন ঘুমিয়ে পড়ে ঐ দিগন্তের পাড়ে,
তখন আমার তোমার কথা ভীষণ মনে পড়ে।
শেষ আলো ছড়ায় যবে আকাশ নীলের গায়ে,
ধীরে ধীরে আঁধার ঘনায় সবুজ বনানী ছুঁয়ে।
আদর দিয়ে ডাকতে তুমি,"আয় রে আমার আলো..
আঁধার ঘরের প্রদীপ তুই,সবার থেকে ভালো।"
দৌড়ে গিয়েই রাখতো মাথা তোমার সোহাগি কোলে ,
স্নেহের হাত বুলিয়ে বলা,"পাগল সোনা ছেলে ।"
ঘুমপাড়ানি গানটি তুমি গাইতে মধুর সুরে,
তোমার চোখ ভরতো যে গো ভাবনা সাগর নীড়ে ।
পূর্ণিমা চাঁদ উঠতো জেগে পুষ্করিণীর তীরে,
জ্যোৎস্না আলো এগিয়ে এসে উঠোনটা দিতো ভরে।
দু'হাত দিয়ে মুখটি তোমার বুকে নিতেম টেনে,
প্রশ্ন আমার শতেক ছিল উত্তর দিতে এনে।
আজকে মা গো তোমার থেকে আমি যে অনেকদূরে,
সময়ের যে হিসেবগুলি !!বেঁধেছি আপন সুরে।
রাতের বেলাও নিদ্রাবিহীন তোমায় খুঁজি আমি,
বিছানা ভরা হিসাব নিকাশ শূন্য হেথায় তুমি।