কবিতাঃ- শূন্য খাঁচা
✍️ মনোজ ভৌমিক


পাখিটা তো উড়ে গেছে
যার নাম ছিল ময়না!
পড়ে আছে শূন্য খাঁচা
কেউ তো কথা কয় না!!


এমনই শূন্য খাঁচা
পড়ে আছে আজ কত!
কেউ তো দেখে না চেয়ে
জমে থাকা শত ক্ষত!!


খাঁচা কেন বেঁধে রাখে
পাখিদের সব খুশি?
বোঝে নাকি পাখিদের
আকাশেই ফোটে হাসি??


ময়নারা চলে যায়
এইভাবে খাঁচা খুলে,
খাঁচা শুধু পড়ে থাকে
সময়ের যাঁতাকলে।