কবিতা:-  শুভাকাঙ্ক্ষী
কবি:- মনোজ ভৌমিক


অনুভূতিটা বাড়ছে এখন অনুভবকে ভর করে,
জীবনটাকে বুঝছি এখন একটু আগে-পিছ ঘুরে।
তুফান যখন জেগে উঠে ঐ বড় নদীটির বুকে,
সবাই ভাবে মাঝ নদীতে নৌকা খানি আছে কোন সুখে!


মাঝি তখন মাঝ গাঙেতে নৌকা বাঁচানোয় ব্যস্ত থাকে,
ভাবতে থাকে আজ এই বিপদে কে আছে তার সাথে!
চোখের সামনে বাবার ছবি হঠাৎ হঠাৎ জাগে,
মা'র মমতা হৃদয় মাঝে সদাই যে ডগমগে।


বন্ধু বলতে স্ত্রী ছাড়া আর কে আছে বলো এ ভুবনে?
তার মুখটাই প্রেরণা নিয়ে দাঁড়ায় চোখের সামনে।
"বিশ্বাসটা মনেতে বাঁধনা" বলছে বোনটি যেন চেঁচিয়ে,
ওর চাইতে শুভাকাঙ্ক্ষী কে আর আছে?দে না বুঝিয়ে।


ভাই তো শুধু ভাগের জন্য,নিজেরটাই ভালো বোঝে,
বোনের প্রাণটা থাকলেও দূরে,মঙ্গলটাই খোঁজে।