কবিতাঃ- শুভকামনা বোন
✍️ মনোজ ভৌমিক


ঐ দিল্লী তোকে ডাক দিয়েছে
বাংলার জয়গানে,
আনন্দ আর বাগ মানেনা
এই অভাগার মনে!


বাংলা জয়ের স্বপ্ন ছিল
অনেক দিনের তোর,
বয়স কালের যোগ বিদ্যায়
দেখালি নতুন ভোর!


জানতো না তো বোন আমার
যোগার এ বি সি ডি-অ,
যোগাসনের প্রতিযোগিতায়
ছিনিয়ে নিল ও "ক"!


বুঝিয়ে দিলি আজকে তুই
বয়স নয় তো বাধা,
ইচ্ছা শক্তি থাকলে মনে
কঠিনও হয় সিধা।


গর্বে আমার বাড়ছে বুক
চওড়া বুকের পাটা,
বোনের মত বোন যে তুই
দিক না যতই খোঁটা।


রোগ মুক্তিতে শিখলি যোগা
আজ হলো তা মহান,
সব বয়সে যোগাই শ্রেষ্ঠ
করলি তা তুই প্রমান।


তোর স্বপ্ন পুরণ হোক
এটাই আমি চাই,
দিল্লী ছুঁয়ে উড় বিদেশে
এই কামনা সদাই।


বিঃদ্রঃ- ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। ৩১ বছর বয়সে স্পন্ডলাইটিসের হালকা সিনটম দেখা দেওয়ায়,ছেলে মেয়ের সাথে যোগাসন শুরু করে। আজ ৩৫ বছর বয়সে তা তাকে খ্যাতির শীর্ষে ওঠালো প্রচেষ্টা।  দিল্লীতে আপনাদের আশীর্বাদ পাথেয়।