গদ্যকবিতা:- সিঁদুর উৎসবে
                 মনোজ ভৌমিক
তারিখ:১৯/১০/২০১৮


আমি এখন দিগন্তের শেষ সূর্য  ভেঙে পড়া লাল রঙের আকাশের দিকে তাকিয়ে আছি!
নিউক্লিয় জীবন যাত্রার রক্তিম হাসিটা বিচ্ছিন্ন সবুজে ঘুমোতে দেখছি।
মাটি ডুবে যাওয়া সমুদ্রবুকে অতীতের সেই অস্তিত্বটাকে খুঁজছি।
উৎশৃঙখল ঢেউয়ের মাথায় ফেনিল শব্দদের হারিয়ে যেতে দেখছি।
একরাশ ছড়ানো সিঁদুরের মধ্যে সেই বুনিয়াদি ভালোবাসাটা খুঁজছি।
চারিদিকে কেবলি রিক্ত বালু! মৃত শামুক ঝিনুকের পচা দুর্গন্ধ শুঁকছি।
গভীর জলের মাছেদের এখন 'নেট' ছেড়া ভালোবাসার গল্প শুনবো,
অবহেলিত ওই হেলেঞ্চা আর কলমিদের নীরব কান্নার সাক্ষী হয়ে থাকবো।
এখন আমি সেই স্বার্থপর গাছটির ঠুনকো আন্তরিকতায়  চোখ রাখবো।
ঘর ভেঙে দিতে চাওয়া রাক্ষুসে হাসি হাসা মেঘটার ব্যর্থ আর্তনাদ শুনবো।
যক্ষের ধনের আগলে রাখা অকৃত্রিম ভালোবাসার হৃদয় আর্তিতে চোখ রাখবো।
আমি এখন ক্লান্তি হীন ভালোবাসার আস্বাদ নেবো  মরীচিকার ক্যাকটাসে।
এখন মেঘহীন আকাশে চোখ রেখে,সামিল হবো মৌসুমি বায়ূর ব্যর্থ ভালোবাসার উচ্ছাসে।
ফলবতী ওই কলাগাছেদের জীবনের শেষ সংলাপের অর্থ বোঝার চেষ্টা করবো।
উৎসব রূপী এই মিলনমেলায় বিশ্বাসী রঙ খুঁজে বলবো--"আসছে বছর আবার হবে।"