কবিতা:- শীতের বিদায়
কবি:- মনোজ ভৌমিক


শীত জাপটে ধরেছে কৃষ্ণচূড়াকে..গভীর আবেশে।
কৃষ্ণচূড়া শীতের কুৎসিত চেহারাটাকে পছন্দ করে না যে!
তবুও সম্পর্কের সূত্র ধরে শীতকে সহ্য করে।
শীতও জানে কৃষ্ণচূড়া-মন উৎফুল্লিত থাকে বসন্ত অনুরাগে।
তাই মাঝে মাঝে শীত প্রচন্ড আক্রোশে জাপটে ধরে ওকে।
জীবনের না পাওয়া কিছুর স্বাদ মিটিয়ে নেয় একেবারে।
কৃষ্ণচূড়া বার বার ঘৃণাভরা দৃষ্টিতে ওকে বলে,"আমায় ছেড়ে দে রে।"
শীত বেহায়ার মত তবুও তারই পানে চেয়ে থাকে।
ধীরে ধীরে কৃষ্ণচূড়া জেগে ওঠে আপন স্বরূপে
বসন্ত দস্তক রাখছে আজ তার দোর গড়াতে!
নিরুপায় আশাহত,ঘৃণিত শীত মুখ ফিরিয়ে হাঁটতে থাকে,
বার বার পিছন ফিরে সে দেখে যায়
হয়তো কিছু না বলা কথা বলে যেতে চায়।